২৭তম জাতীয় ক্রিকেট লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ঢাকা বিভাগ। সপ্তম রাউন্ডের ম্যাচে তৃতীয় দিনে ব্যাটার–বোলারদের দুর্দান্ত নৈপুন্যে ঢাকা ইনিংস ও ১৯২ রানের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে। এবারের আসরে ইনিংস ব্যবধান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয়। মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা বিভাগের ৬ উইকেটে ৫৪১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৯৪ রান করেছিল চট্টগ্রাম। ৪ উইকেট হাতে নিয়ে ৪৪৭ রানে পিছিয়ে থাকায় ফলো–অনের শঙ্কা নিয়ে দিন শেষ করেছিল চট্টগ্রাম। তৃতীয় দিন ১৫৮ রানে গুটিয়ে ফলো–অনে পড়ে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন উইকেটরক্ষক ইরফান শুক্কুর। ঢাকার হয়ে রিপন মন্ডল, সুমন খান ও সালাউদ্দিন শাকিল ৩টি করে উইকেট নেন।
ফলো–অনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে চট্টগ্রাম। ৩৬ রানে ৪ ও ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। সপ্তম উইকেটে ৮৯ রানের জুটিতে দলকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন নাইম হাসান ও হাসান মুরাদ। নাইম ৩৭ ও মুরাদ ৫২ রানে ফেরার এই ইনিংসে ১৯১ রানে অলআউট হয় চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে ঢাকার হয়ে নাজমুল ইসলাম ৩টি, রিপন ও সুমন ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে ঢাকা। আনিসুল ইসলাম ইমন ১৮৬, মার্শাল আইয়ুব ১৬৫ ও আশিকুর রহমান শিবলি ১০০ রান করেন। সর্বোচ্চ রান করে ম্যাচ সেরা হন ইমন। এই জয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠল ঢাকা। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট আছে চট্টগ্রামেরও। ঢাকার চেয়ে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম।












