বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪১ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে দারুন সূচনা করেছে চট্টগ্রাম জেলা। গতকাল সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম জেলা দল প্রতিপক্ষ কিশোরগঞ্জ জেলা দলকে পরাজিত করে শুভ সূচনা করে। চট্টগ্রাম জেলা দল ম্যাচটি জিতেছে ১০০ রানে। ব্যাটে–বলে দারুণ পারফর্ম করেছে চট্টগ্রামের ক্রিকেটাররা। সকালে টসে হেরে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল দারুণ সূচনা করে। দুই ওপেনার সাদিকুর রহমান এবং আবু নেওয়াজ লিখন যোগ করেন ১০৪ রান। চট্টগ্রাম লিগে পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া লিখন অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নিতে পারেননি এই ম্যাচে। ফিরেছেন ৩৬ রান করে। এরপর মুনতাসির ফিরেন দ্রুত। তবে তৃতীয় উইকেটে সাদিকুর এবং কাজি কামরুল মিলে যোগ করেন ৩০ রান দলকে ১৪২ রানে পৌঁছে দিয়ে রান আউটের শিকার হয়ে ফিরেন সাদিকুর। তবে ফিরে আসার আগে ৮৯ বলে ৭টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৭৬ রান করে আসেন এই ওপেনার। দলের অন্যরা বড় ইনিংস খেলতে না পারলে ৪ বল বাকি থাকতে ২২৮ রান করে অল আউট হয় চট্টগ্রাম জেলা দল। দলের পক্ষে অন্যান্যের মধ্যে কামরুল ২৬, ইমরুল ২৬ এবং রতন দাশ করেন ১৩ রান। কিশোরগঞ্জ জেলা দলের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন ফয়সাল কবির। ২টি করে উইকেট নিয়েছেন আকরাম হোসেন এবং আবদুল্লাহ আল মাহফুজ।
২২৯রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের তোপের মুখে পড়ে কিশোরগঞ্জ জেলা দলের ব্যাটাররা। প্রথম ওভারে কোন রান যোগ হওয়ার আগে প্রথম উইকেট হারানো কিশোরগঞ্জ ৪ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর চট্টগ্রামের পেস এবং স্পিনের মুখে পড়ে আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। চতুর্থ উইকেটে রাদুয়ান এবং সিফাত ৫৯ রান যোগ করে আমা জাগারেও সে আশা শেস করে দেন চট্টগ্রামের কাজি কামরুল। তিনি ফেরান ২২ রান করা সিফাতকে। এরপর ৪ রান পর ফিরেন ৪৩ রান করা রাদুয়ান।
এরপর বাকিরা আর দাঁড়াতেই পারেনি। কেবলই আসা যাওয়া করেছেন। পলে ৩৪ ওভারে ১২৮ রানে অল আউট হয়ে যায়। দলের ব্যাটারদের মধ্যে দুই অংকের ঘরে যেতে পেরেছেন আর দুজন। তারা হলেন ১৬ রান করা নুর মোহাম্মদ আর ১০ রান করা আকরাম। বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। চট্টগ্রাম জেলা দলের পক্ষে ২২ রানে ৩টি উইকেট নেন ওমর ফারুক। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন তন্ময় পাটোয়ারী, রনি চৌধুরী এবং কাজি কামরুল ইসলাম।







