তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনে পুরুষ বিভাগে চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচে পুরুষ বিভাগে চট্টগ্রাম হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্বাগতিক কুমিল্লাকে ৩৪–৩০ পয়েন্টের ব্যবধানে হারায়। অন্যদিকে নারী বিভাগের একপেশে ফাইনালে রাঙ্গামাটি ৩১–১৩ পয়েন্টে খাগড়াছড়িকে হারিয়ে শিরোপা জয় করে। কুমিল্লা জিমন্যেসিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে কুমিল্লা ৩২–১৬ পয়েন্টে রাঙ্গামাটিকে হারায় এবং দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ৪৩–২১ পয়েন্টে নোয়াখালীকে পরাজিত করে। ফাইনাল ম্যাচে চট্টগ্রাম ও কুমিল্লার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়, যেখানে শেষ হাসি হাসে চট্টগ্রাম। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চট্টগ্রাম দলের মো. শিহাব। নারী বিভাগে চারটি দল নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে সেরা দুই দল হিসেবে ফাইনালে পৌঁছায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। ফাইনালে রাঙ্গামাটি তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখে এবং খাগড়াছড়িকে সহজেই পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।