জাতীয় কাবাডি কর্ণফুলি জোন পর্বে পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলা দল জয়ী

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৬ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় কাবাডি পুরুষ ও নারী জোন কর্ণফুলি জোন পর্বে পুরুষদের ইভেন্টে চট্টগ্রাম জেলা দল জয়ী হয়েছে। কুমিল্লায় অনুষ্ঠিত এ খেলায় চট্টগ্রাম জেলা পুরুষ দল ৩৮৩৩ পয়েন্টে রাঙ্গামাটি জেলা দলকে পরাজিত করে। তবে পুরুষদের ইভেন্টে চট্টগ্রাম জয়ী হলেও নারীদের ইভেন্টে পরাজিত হয়েছে। নারীদের প্রতিযোগিতায় রাঙ্গামাটি জেলা দল ৪৭১১ পয়েন্ট চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে। এর আগে খেলা উদ্বোধন করেন কুমিল্লা বিভাগীয় অতিরিক্ত কমিশনার সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ মনির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং কিংস গ্রুপ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধ১৫-২০ রান কম হয়েছে লংকানদের