তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় পুরুষ ও নারী কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে গতকাল ঢাকার শহীদ ক্যাপ্টেন মনসুর আলি হ্যান্ডবল স্টেডিয়ামে। পুরুষ বিভাগে এদিন চট্টগ্রাম তাদের প্রথম খেলায় ২৯–৩৬ পয়েন্টে বগুড়ার কাছে হেরে যায়। পরবর্তী খেলায় চট্টগ্রাম জেলা দল ৩০–২৫ পয়েন্টের ব্যবধানে নীলফামারীকে পরাজিত করে। দিনের প্রথম ম্যাচে বগুড়ার কাছে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে নীলফামারীর বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রেখেছে চট্টগ্রাম জেলা পুরুষ কাবাডি দল। মেয়েদের বিভাগের খেলায় রাঙ্গামাটি ৪০–৩৬ পয়েন্টে বগুড়াকে পরাজিত করে।












