জাতীয় কবি

স্বপন শর্মা | বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

তাল পুকুরে সাঁতার কাটে
দুঃখ জয়ের পথেই হাঁটে
মাথায় ঝাঁকড়া চুল,
বলতে পারো- ‘ছড়া ছন্দে
কে ফোঁটাত ফুল?’

সেনার দলে লেটোর দলে
চিনতো তাঁকে লেখার ছলে
লেখেন দারুণ ঠিক
লেখক কবির পরিচয়ে
চিনে তো চারদিক।

কল্পলোকের অচিনপুরে
নতুন গানে দ্রোহের সুরে
মানব প্রেমে টান-
আমার দেশে জাতীয় কবি
বাংলার সে সম্মান।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধভারতে দুই পুরস্কার পেল ‘গণ্ডি’