জাতীয় ঐক্য ধরে রাখার ওপর জোর বিএনপির

সালাহউদ্দিন আহমদ চাইলেন গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি ‘অপশক্তির উত্থান’ দেখার কথা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে সেই শক্তির ‘স্বরূপ’ স্পষ্ট হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্য ধরে রাখার ওপর জোর দিয়ে গণমাধ্যমের ‘সর্বাত্মক সহযোগিতা’ চেয়েছেন তিনি। গতকাল রোববার সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় সালাহ উদ্দিন বলেন, ‘যে অপশক্তির উত্থান সবাই এখানে আজকে বলেছেন, মতি ভাই (প্রথম আলো সম্পাদক মতিউর রহমান) প্রকাশ্যে বলেছেন, সেই অপশক্তিরের উত্থানটা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ৫ অগাস্টের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত । সেটার একটা স্বরূপ, চেহারা এবং কর্ম গত কয়েকদিন আমরা লক্ষ্য করেছি, প্রকাশিত হয়েছে। সুতরাং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে এবং জাতীয়ভাবে আমাদের সবাই এ বিষয়টাতে যাতে সচেতন হতে পারি, সে বিষয়ে আপনাদের সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সামনে রেখে গতকাল রোববার ঢাকার র‌্যাডিসন ব্লু, ওয়াটার গার্ডেনে সংবাদমাধ্যমের সম্পাদক ও নির্বাহী প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি, স্বাভাবিকভাবেই দুটি পত্রিকার কার্যালয়ে হামলার বিষয়টি সেখানে আলোচনায় প্রধান্য পায়। সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সামনে রেখে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখন জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন, এছাড়া হবে না।’ খবর বিডিনিউজের।

পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদদু আলমগীর পাভেল বক্তব্য দেন। যায় যায় দিনের সম্পাদক শফিক রেহমান বলেন. ‘সাংবাদিকদের দায়িত্ব সমালোচনা করাঠিক আছে, কিন্তু প্রশংসা করাও তাদের দায়িত্ব, এটা আমার মনে রাখতে হবে। আমি যখন আবার ফিরে পেলাম যায় যায় দিন, আমি সম্পাদকীয় বিভাগকে বলেছি, তোমরা খেয়াল রাখবে, একটা ছোটখাটো প্রশংসার কাজও যদি হয়, ব্যক্তিগতভাবে, সরকারিভাবে, ওই কথাটা সম্পাদকীয়তে লিখবে। খালি সমালোচনা করো না। সাংবাদিকদের দায়িত্ব কিন্তু প্রশংসা এবং সমালোচনা দুটোই করা । আপনাদের অনুরোধ করছি, সাংবাদিক হয়ে যাওয়া মানে ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনূস সাহেবের সমালোচনাএটা কিন্তু নয়। আমি কিন্তু সরকারকে টেনেই বলছি।’

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমি মনে করি দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছেএটা বিপদজনক এবং সেটা বিএনপির জন্যও কিছুটা কঠিন অবস্থা। আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে হয়ত বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। উনার অনুপস্থিতিটা কিছুটা আপনাদের জন্য প্রশ্ন তৈরি করেছে, নানা রকম বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ হয়েছে। সেটা আপনাদের জন্য নেতিবাচক হিসেবে দাঁড়িয়ে গেছে।’ মতিউর রহমান বলেন, ‘এই একটা বছর বা ১৫ টা মাস ধরে বিএনপির সকল কর্মকাণ্ড নানা স্তরে নানাভাবে নানা ক্ষেত্রে যেভাবে হয়েছে, যতটুকু জানি বা যতটুকু জানি না, সেটুকু কিন্তু বিএনপির জন্য খুব ভালো হয়নি। সেগুলো এখনো সংশোধন করার, ভালো করার সুযোগ সম্ভাবনা আছে।’

তিনি বলেন, ‘আপনাদের দলটা অনেক বড়, বৃহৎ; এবং আমি মনে করি এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, এটা স্বীকৃত। আর আমাদের জরিপ যেটা করেছি, আমরা এটা বিশ্বাস করি যে জরিপ এটা মোটামুটি সত্যের কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি, সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসেবে এসছে এবং নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবেন। আমরা এটা বিশ্বাস করতে চাই বা এটা হয়ত আমরা ভাবতে পারি যে, আপনারা ক্ষমতায় আসছেন। ক্ষমতায় আসছে যে দল, সে দলের নেতৃত্ব সে দলের সকল পর্যায়ের নেতৃত্ব, কর্মী বাহিনীর সকল কর্মকাণ্ডের মধ্যে, আচরণে বিনয়, সৌজন্য ও ভদ্রতার অনেক বেশি প্রতিফলিত হওয়া দরকার।’

প্রথম আলো ও ডেইলি স্টারের হামলাঅগ্নিসংযোগের ঘটনায় সকল রাজনৈতিক দল, শ্রেণিপেশার মানুষ পাশে দাঁড়ানোয় কতজ্ঞতা প্রকাশ করেন মতিউর রহমান।

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘আপনারা প্লিজ মনে রাখবেন যে বাংলাদেশের ৫৩ বছর বয়সে কোনো মিডিয়া অফিস আগুন জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে আগুন জ্বালানো। কেন? আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন।’

মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে মিডিয়া পলিসি কী হবে, জনাব সালাহউদ্দিন আহমদ, জনাব রিজভী আহমেদ দুইজনের বক্তব্য থেকে স্পষ্ট। আমি খুবই আশাবাদী হতে চাই যে, আগামী দিনে যদি এর শিকি ভাগও বাস্তবায়িত হয়, মিডিয়া পলিসি যেটা বলা হয়েছে, তারা যদি সেটা বাস্তবায়ন করেন, তাহলেই বোধহয় বাংলাদেশের মিডিয়া সামনের দিকে এগিয়ে যাবে।’

পূর্ববর্তী নিবন্ধসুদানে শাহাদাত বরণকারী ছয় শান্তিরক্ষীর নামাজে জানাজা
পরবর্তী নিবন্ধঅরাজকতার চেষ্টা চলছে, সবাইকে সজাগ থাকতে হবে : তারেক