জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দলের সাফল্য

| বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে গত ২৩ হতে ২৭ জুলাই মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৮তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা উশু দল সাফল্য পেয়েছে। তারা সর্বমোট ৩টি রৌপ্য ও ২টি তাম্র পদক অর্জন করে। চট্টগ্রাম জেলা দলের হয়ে ৩টি রৌপ্য পদক অর্জন করেন যথাক্রমেআশরাফুল আলম (-৮০ কেজি), জিন্নাত আক্তার জীম (-৬০ কেজি), প্রিমা নন্দী (-৭০ কেজি)। এছাড়া ২টি তাম্র পদক অর্জন করেন যথাক্রমেরবিউল হোসেন (-৬৫ কেজি) ও আহনাফ আকিফ (-৯০ কেজি)

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনাকে হারিয়ে উইমেন’স কোপার ফাইনালে কলম্বিয়া
পরবর্তী নিবন্ধহাটহাজারী পার্বতী স্কুল মাঠে মাসব্যাপী মেলা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন