জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

| রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১১:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শেখ কামাল জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপস২০২৩, অনুর্ধ্ব,১০,১২,১৬ ও ১৮ বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাবুদ্দিন শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দাবা ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা শহর ও ৩৫ টি জেলা হতে আগত মোট ২৪৪ জন বালক ও বালিকা এ ইভেন্টে অংশ নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে লিটনের সারে জাগুয়ার্স
পরবর্তী নিবন্ধবিসিএস ক্যাডার নই যে,অন্য চাকরি করব : সাইফউদ্দিন