জাতীয় অন্ধকল্যাণ সমিতি চট্টগ্রামের বিশেষ সাধারণ সভা

| মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৪:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি) চট্টগ্রামের বিশেষ সাধারণ সভা ইমরান সেমিনার হলে গত ৭ জানুয়ারী সম্পন্ন হয়। বিএনএসবি চট্টগ্রামের নবনির্বাচিত সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এম.. মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহসভাপতি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী পবিত্র কুরআন তেলাওয়াত করেন। সভায় বিএনএসবি চট্টগ্রামের আজীবন সদস্য বেগম মুশতারী শফী, গুলনাহার শহিদ ও অধ্যাপক ডা. .এস.এম. ফজলুল করিমের মৃত্যুতে শোক জ্ঞাপন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সহ সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সভার আলোচ্যসূচির বিষয়ে জানান, বিএনএসবি, চট্টগ্রামের কার্যকরী পরিষদ নির্বাচনে অবৈতনিক সাধারণ সম্পাদক পদের জন্য কোন প্রার্থীর মনোনয়ন পত্র না পাওয়ায় উক্ত শূন্য পদটি ছাড়া অন্য সকল পদে নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত হয়। এমতাবস্থায় গত বছরের ১৯ অক্টোবর নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভায় অধ্যাপক ডা. রবিউল হোসেনকে ২০২২২০২৩ ও ২০২৩২০২৪ সালের জন্য অবৈতনিক সাধারণ সম্পাদক পদে কোঅপ্ট করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহসভাপতিগণ অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, মো.জাহাঙ্গীর আলম খান, অবৈতনিক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. রবিউল হোসেন, আলহাজ্ব এস. জোহা চৌধুরী, মোহাম্মদ রেজওয়ান শাহিদী, শওকত হোসেন, সদস্যগণ ডা. কিউ.এম. অহিদুল আলম, মো. আবু তাহের খান, মো. জাকির হোসেন ভূঁইয়া, রিয়াজ হোসেন, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, রাজীব সিনহা, প্রকৌশলী মো. নুরুল করিম, সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল, মোহাম্মদ ইকরামুল হক। সভাপতি উপস্থিত আজীবন সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল যুগের জন্য অনুকরণীয় আদর্শ খলিফায়ে রাসূলের কালজয়ী দর্শন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ৩৫তম জিডিপির দেশ