প্রথিতযশা চিকিৎসাবিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের ৯ম মৃত্যুবার্ষিকীতে এতিমদের খাবার বিতরণ, খতমে কোরআন, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পালন করা হয়। এ উপলক্ষে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস (আইএএইচএস), বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটাল (বিবিএমএইচ), আনোয়ারা নুর নার্সিং ইনস্টিটিউট (এএনএনআই) ও আনোয়ারা নুর নার্সিং কলেজের (এএনএনসি) যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে গতকাল সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন, জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, উপ–উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, আইএএইচএস–এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. ছৈয়দ মাহমুদ, বিবিএমএইচ–এর পরিচালক ডা. কামরুল হাসান, বিভিন্ন ফ্যাকাল্টির ডিনবৃন্দ, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বদিউল আলম, আইএএইচএস–এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, ইউএসটিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মোতালেব, ইউএসটিসির প্রক্টর ইঞ্জিনিয়ার কাজী নুর–ই–আলম সিদ্দিকী, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. শুভ্র প্রকাশ দত্ত প্রমুখ। এদিকে দিনটি উপলক্ষে স্থানীয় এতিমখানাগুলোতে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।