আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড প্রশংসনীয় সাফল্য অর্জন করেছেন।
সম্প্রতি অনুষ্ঠিত ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৪–এ চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ১৪০ জন প্রতিযোগীর মধ্যে আইআইইউসি’র সিএসই বিভাগের শিক্ষার্থী হাসনাইন কবির নাবিল দ্বিতীয় স্থান এবং সাফিদ বিন আজাদ তৃতীয় স্থান অর্জন করেছেন। বিজয়ী শিক্ষার্থীরা গতকাল আইআইইউসি’র ভারপ্রাপ্ত ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সাথে পুরস্কারসহ সাক্ষাৎ করেন। বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্য ড. আ জ ম ওবায়েদুল্লাহ এবং সিএসই বিভাগের শিক্ষক প্রফেসর আ ন ম রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন। ভিসি প্রফেসর ড. আলী আজাদী হাসনাইন কবির নাবিল ও সাফিদ বিন আজাদকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরো ব্যাপক সাফল্যের আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।