বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪–২৫ আগামী ২০ জানুয়ারি হতে শুরু হচ্ছে। ১২ টি স্কুল নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করা হবে। চট্টগ্রাম জেলায় অবস্থিত স্কুলসমূহের বিগত বছরের টুর্নামেন্টে অংশগ্রহণ, ফলাফল এবং শৃঙ্খলা মেনে চলার রেকর্ড যাচাই করা হবে। যে সকল স্কুল সমূহের নিজস্ব খেলার মাঠ অথবা অনুশীলনের ব্যবস্থা আছে এবং যাদের নিজস্ব প্রশিক্ষক অথবা ক্রীড়া শিক্ষক আছে তাদেরকে টুর্নামেন্টে অংশ নেয়ার ব্যাপারে অগ্রাধিকার দেয়া হবে। এ টুর্নামেন্টে ১ সেপ্টেম্বর ২০০৮ইং তারিখ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে। টুর্নামেন্টে অংশগ্রহণেচ্ছুক চট্টগ্রামের স্কুলসমূহকে আগামী ৫ জানুয়ারি বিকাল ৪টার মধ্যে জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম বরাবরে ক্রীড়া শিক্ষকের যোগাযোগের মোবাইল নাম্বারসহ স্কুলের লেটার প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষরে সম্মতিপত্র সিজেকেএস কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।