জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চট্টগ্রাম জেলা দল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত ৫ম জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক চট্টগ্রাম জেলা দল। গতকাল রোববার শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপের রেগু এবং কোয়াড দুই ইভেন্টেই প্রথম রাউন্ডের নিজেদের সবকটি ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করেছে শিরোপা প্রত্যাশি চট্টগ্রাম জেলা দল। রেগু ইভেন্টে স্বাগতিক চট্টগ্রাম জেলা দল ছাড়াও সেমিফাইনাল নিশ্চিত করেছে ঢাকা, সাতক্ষীরা এবং ফেনী। এছাড়া কোয়াড ইভেন্টের সেমিফাইনালে চট্টগ্রামের সাথে শেষ চারে জায়গা করে নিয়েছে সাতক্ষীরা, নাটোর এবং সুনামগঞ্জ। আজ দুটি ইভেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করবেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

এদিকে গতকাল সকালে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম এবং চ্যাম্পিয়নশিপের স্পন্সর এনএইচটি হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যাম্পিয়নশিপের কোস্পন্সর সিজেকেএস নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, বুলেট কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আল মামুনুল করিম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও সিজেকেএস সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান মো, লুৎফুল করিম সোহেল, সিজেকেএস নির্বহী সদস্য সৈয়দ আবুল বশর, গোলাম মহিউদ্দীন হাসান, মো. দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিজেকেএস সাবেক নির্বাহী কমিটি সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আক্তারুজ্জামান, প্রবীণ কুমার ঘোষ, মুজিবুর রহমান, সাইফুল আলম খাঁন, আলী হাসান রাজু, সৈয়দ নূর নবী লিটন, মো. সোলাইমান, সিজেকেএস সেপাক টাকরো কমিটির যুগ্ম সম্পাদক এস এম গিয়াস উদ্দীন বাবর, সাইফুল্যা মুনির, সদস্য নিজাম উদ্দিন নিজু, আল হাসান মঞ্জুর, মোহাম্মদ গোলাম মাওলা, জিলহাজ উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবের হ্যান্ডবল দলের জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধবিপদকে সঙ্গী করে কারাতে খেলোয়াড়দের অনুশীলন