জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার সাগর

| রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ সাঁতার ফেডারেশন আয়োজিত ৩২ তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল। উক্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চট্টগ্রাম জেলা দল। তিনজন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তারা হলেন আশিকুর রহমান, শাহাদাত হোসেন এবং কাইয়ুম উদ্দিন। দলের অফিসিয়াল কাম ম্যানেজার মনোনীত করা হয়েছে সাবেক সাঁতারু মাহবুবুর রহমান সাগরকে। চট্টগ্রামের সাঁতারুরা চারটি ইভেন্টে অংশ নেবে। গত রাতেই ঢাকার উদ্দেশ্য চট্টগ্রাম ছেড়ে গেছে চট্টগ্রাম জেলা সাঁতার দল। জাতীয় এই প্রতিযোগিতায় চট্টগ্রামের সাঁতারুরা ভালো ফল করবে তেমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃস্কুল ও আন্তঃকলেজ টেবিল টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণেচ্ছুকদের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সভা