জাতীয় সাঁতারে রোমানার ঝলক

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৪:৫৪ পূর্বাহ্ণ

জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনে রেকর্ড হয়েছে চারটি। এর মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন রোমানা আক্তার। জাতিসংঘ মিশন শেষ করে লম্বা সময় পর সুইমিংপুলে নেমে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। মিরপুরের সুইমিং কমপ্লেক্সে শনিবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ১৮ দশমিক ২৭ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন রোমানা। ২০২১ সালে বাংলাদেশ নৌবাহিনীর মরিয়ম খাতুনের (১ মিনিট ১৯ সেকেন্ড) রেকর্ড নিজের করে নেন তিনি। সেনাবাহিনীর চাকরির সুবাদে জাতিসংঘ মিশনে সুদানে যাওয়া রোমানা প্রায় চার বছর সাঁতারের সঙ্গে ছিলেন না। সৈনিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে সুইমিংপুলে নামা তো দূর অস্ত, অনুশীলনেরও সুযোগ ছিল না তার সামনে। তবে সুদানে থাকাকালেই সেনাবাহিনীর নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং, সকালের পিটি, দৌড়, জগিং, হালকা স্ট্রেচিংএগুলো করেই ফিটনেস ধরে রেখেছিলেন তিনি।

২০০৮ সাল থেকে নিয়মিত বয়সভিত্তিক ও জাতীয় সাঁতারে অংশ নিতেন রোমানা। সেরা সাফল্য অবশ্য পান ২০১৬ সালে। সেবার ৫টা সোনা জিতেছিলেন সব ইভেন্টে রেকর্ড গড়ে। ২০০ মিটার বাটারফ্লাইয়ে গত বছর নিজের গড়া রেকর্ড (২ মিনিট ১০ দশমিক ২৫ সেকেন্ড) এবার কাজল মিয়া নতুন করে গড়েছেন ২ মিনিট ৯ দশমিক ৪১ সেকেন্ড টাইমিং করে। ৫০ মিটার ব্যাকস্ট্রোকের দুই বিভাগেই হয়েছে নতুন রেকর্ড। পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ২৬ দশমিক ৭৯ সেকেন্ড সময় নিয়ে গত বছর নিজের গড়া (২৬ দশমকি ৯০) রেকর্ড ভেঙেছেন। একই দলের যুথী আক্তারও ৩২ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেছেন গতবারের রেকর্ড (৩২ দশমিক ৭৫ সেকেন্ড) টাইমিং।

পূর্ববর্তী নিবন্ধব্যালন ডি’অরের ভোটের হিসাব কত ব্যবধানে হেরেছিলেন ভিনি
পরবর্তী নিবন্ধকিরণের হাতেই থাকলো বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব