জাতীয় সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়নে জাতীকে ঐক্যবদ্ধ হতে হবে : রাহী

| শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:১২ অপরাহ্ণ

সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট সংলগ্ন আফছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে খাগরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে গত শনিবার ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও খাগরিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবু ছৈয়দের সঞ্চালনায় “আগামী রাস্ট্র গঠনে তারেক রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী।

বিশেষ অতিথি ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন বিএনপি নেতা নাছির উদ্দীন, কালিয়াইশ ইউনিয়ন বিএনপি নেতা শামসুল ইসলাম বাবলু মেম্বার, বাজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মমতাজ, পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা জসীম উদ্দিন, ধর্মপুর ইউনিয়ন বিএনপি নেতা কোরবান আলী, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফৌজুল কবির রুবেল, সাধারণ সম্পাদক ওবাইদুল আরাফাত, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মোস্তাক, জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের দলের সদস্য মনির আহমদ, আনোয়ার হোসেন, যুবদল নেতা আলমগীর সাকিব, রাশেদুল ইসলাম, মোহাম্মদ রবি, খাগরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি নাজিম উদ্দীন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিউদ্দিন, বাজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুল ইসলাম, শ্রমিক দলের সাবেক সভাপতি নুরুল আবছার, কৃষক দলের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ছাত্রদলের আতিকুর রহমান,
আরাফাত, ফারুক, বাবু, নবাব, স্বেচ্চাসেবক দল খাগরিয়া ইউনিয়ন সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জামাল উদ্দীন, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আজিজুল হাসান, যুবদল নেতা ইলিয়াস ছাকী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ওসমান, মিজানুর রহমান, আবদুর রহিম, নুরু মেম্বার, আবদুল খালেক, কেওচিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফারুক, আবু তৈয়ব, মোহাম্মদ শফি, মোহাম্মদ ফোরকান, শহীদুল ইসলাম, জসীম উদ্দীন, আবদুশ শাকুর, নাজিম উদ্দীন বাবু, কালিয়াইশ ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদীন, জসীম মেম্বার, ছাত্রদল নেতা আব্বাস, জয়নাল আবেদীন সোহেল, ওমান প্রবাসী শাহেদ, এবিএম রহিম প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান বিএনপি আগামী নির্বাচনে একক সরকার গঠনের মত সংখ্যাগরিষ্ঠতা পেলেও সন্ত্রাসী দল স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছে এমন সকলকে সরকারে সম্পৃক্ত করা হবে। বিজয়ী ও পরাজিত সকলকেই। তারেক রহমান জাতীয় সরকার গঠনে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, একজন প্রধানমন্ত্রী পরপর দুই বারের বেশি থাকা যাবেনা এবং উন্নত বিশ্বের মত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চান।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা