জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে যুব সমাজকে জনসম্পদে পরিণত করতে হবে

শাহাদাতে কারবালা মাহফিলের ৮ম দিনে বক্তারা

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

১০ দিনব্যাপী ৪০ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৮ম দিনে গতকাল শুক্রবার সভাপতিত্ব করেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, যাদের হৃদয়ে আহলে বায়তে রাসূলের (.) ইশক মহব্বত ভালোবাসা আছে, তাঁদের শান মর্যাদা উচ্চকিত করেছেন স্বয়ং আল্লাহ পাক ও প্রিয় রাসূল (.)। সকল সাহাবায়ে কেরাম একেকজন আকাশের উজ্জ্বল নক্ষত্রস্বরূপ। তাঁদের প্রতি মহব্বত ও আনুগত্যের মাধ্যমে আমরা দুনিয়া আখেরাতে সাফল্য ও নাজাত পেতে পারি। তিনি শাহাদাতে কারবালা মাহফিলের সূচনার জন্য খতিবে বাঙাল অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আলকাদেরীর (রহ) অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর জান্নাতে উঁচু মর্যাদা প্রার্থনা করেন। তিনি বলেন, জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে যুব সমাজকে জনসম্পদে পরিণত করতে হবে। মকামে মাহ্‌মুদ ও শানে মোস্তফা () নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. আল্লামা জাফর উল্লাহ। তিনি বলেন, হাশরের ময়দানে প্রশংসিত স্থান তথা মকামে মাহমুদের মর্যাদা পাবেন প্রিয় নবী ()। প্রিয় নবীজী () হাশরের ময়দানে বেছে বেছে গুনাহগার উম্মতকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। হোসাইনি ইসলাম যুগে যুগে ইয়াজিদি ষড়যন্ত্রের শিকার নিয়ে আলোচনা করেন হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা কাজী মুহাম্মদ শফিউল আজম। তিনি বলেন, সেদিন কারবালার ময়দানে নিরপরাধ নিষ্পাপ নিরীহ নবী পরিবার ও ইমাম হোসাইনের (রা) বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন পাষণ্ড ইয়াজিদ। এখনো ইয়াজিদি দোসররা থেমে নেই। তারা ইসলামের নামে সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করে শান্তিপ্রিয় জনতার শান্তি স্বস্তি কেড়ে নিচ্ছে। রাসুলুল্লাহর শানে নাত শরীফ: ইসলামি সংস্কৃতির অন্যতম উপাদান বিষয়ে আলোচনা করেন পীরে তরিকত শাহসুফি আল্লামা মীর মুহাম্মদ মাঈনুদ্দিন নুরী সিদ্দিকী আল কুরাইশি। আহলে বায়তে রাসূলের () শান মর্যাদা নিয়ে আলোচনা করেন হালিশহর মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামীয়া সুন্নিয়ার প্রভাষক আল্লামা মুহাম্মদ ইউনুচ তৈয়বী। কুরআন মজিদ থেকে তেলাওয়াত করেন ক্বারী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম। নাতে রাসূল () পরিবেশন করেন শায়ের মুহাম্মদ হারুনুর রশিদ। পরিচালনা পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব দিলশাদ আহমেদের নির্মিত বিগত দিনের একটি ভিডিও ডকুমেন্টারি মাহফিলে পরিবেশিত হয়। মাহফিলে অতিথি ছিলেন, চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান গবেষকশিক্ষাবিদ প্রফেসর ড.নূ... আকবর হোসেন, দরবারে ইছাপুরীর শাহজাদা শাহজাদা সৈয়দ শফিউল আজম, সৈয়দ আমানুল্লাহ আহসান। হাফেজ মাওলানা আহমদুল হক ও হাফেজ ছালামত উল্লাহর সঞ্চালনায় মাহফিলে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির ডাইরেক্টর আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন সোহাগ, আলহাজ্ব খোরশেদুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ সাইফুদ্দীন, প্রফেসর কামাল উদ্দীন আহমদ, আব্দুল হাই মাসুম, আলহাজ্ব দিলশাদ আহমেদ, জাফর আহমদ সাওদাগর, মাওলানা কাযী জালাল উদ্দীন, আবু সাঈদ মুহাম্মদ হামেদ, মাইনুদ্দীন মিঠু, মোহাম্মদ নাজিব আশরাফ, মুহাম্মদ আব্দুর রহমান সহ বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, মতোয়াল্লী ও ইমামগণ। সালাত সালাম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি এবং ফিলিস্তিনিসহ বিশ্বের মজলুম মুসলমানদের নাজাত কামনায় মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ
পরবর্তী নিবন্ধধর্ম অনুশীলন সমাজ থেকে অপরাধ প্রবণতা কমায় : ধর্ম উপদেষ্টা