জাতীয় সমাজসেবা দিবস আজ। জাতীয় সমাজসেবা দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি
মো. সাহাবুদ্দিন বাণী দিয়েছেন। তিনি বলেছেন, বৈষম্যহীনভাবে স্বচ্ছ যাচাই–বাছাই প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সক্ষম হবো। জাতীয় সমাজসেবা দিবসে চট্টগ্রামেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকাল ৯ টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে থেকে ওয়াকথন বের করা হবে। ওয়াকথন উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। দ্বিতীয় পর্বে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আড্ডায় বিশেষ অতিথি থাকবেন–বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (সদর) পংকজ দত্ত। অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।