জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এবং শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের শুদ্ধাচার পুরস্কার ২০২৩২৪ পেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। গতকাল সোমবার নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এই সম্মাননা আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি বরাবরের মতই সততা, নিষ্ঠা এবং নির্ভরযোগ্যতার সাথে আমার পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। তিনি বলেন, শুদ্ধাচার পুরস্কার প্রদানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নৈতিকতা কমিটি ও বাছাই কমিটির সভায় সকল কর্মকর্তাকর্মচারীর কার্যাবলী পর্যালোচনা করা হয়। যাচাইবাছাইয়ের পর চট্টগ্রাম বিভাগের ১১ জন জেলা প্রশাসকের মধ্যে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। কর্মক্ষেত্রে তার পদচারণা নিঃসন্দেহে সকলের জন্য অনুসরণীয় এবং একই সাথে অনুপ্রেরণাদায়ক।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ৭ দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধপেস মেকার বসানোর পর খালেদা জিয়া কেবিনে