জাতীয় রপ্তানি ট্রফি লাভ করেছে এন আর গ্রুপ

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

দেশের রপ্তানি বাণিজ্যে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান এন আর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স এন.আর ট্রেড ইন্টারন্যাশনাল জাতীয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ স্বর্ণ পদকে ভূষিত হয়েছে। গত বুধবার ঢাকাস্থ ওসমানি স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি (এমপি) প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নুরউদ্দিন রুবেলের হাতে রপ্তানি ট্রফিটি তুলে দেন।

চট্টগ্রামের রপ্তানি বাণিজ্যের এন আর গ্রুপ স্বর্ণ পদক পাওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মিলন চৌধুরীর পরিচালনায় ঘরোয়া অনুষ্ঠানে ম্যাক কর্পোরেশনের মালিক মাস্টার আবুল কাশেম বলেন, দেশের জাতীয় রপ্তানি বাণিজ্যে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এন আর গ্রুপের এই অর্জন দেশের প্রতি দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছেন। আগামিতে এই অর্জন আরো প্রসারিত হবে এই প্রত্যাশা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সীতকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, এম এ শীপ ব্রেকিংয়ের মালিক মাহাবুবুল আলম ও সামিয়া শীপ ব্রেকিংয়ের মালিক মোহাম্মদ সেকান্দর মিয়া। এছাড়া এলাকার বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানব কল্যাণে ব্রত হয়ে রাজনীতি করতে হবে
পরবর্তী নিবন্ধভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন : অলি আহমদ