জাতীয় মৎস্য সপ্তাহে খাগড়াছড়িতে আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে খাগড়াছড়ি জেলা মৎস্য কার্যালয় হতে আনন্দ র‌্যালি শুরু করে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এসে র‌্যালিটি শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভা খাগড়াছড়ি জেলা মৎস্য বিভাগের সদস্য ও আহ্বায়ক শতরুপা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, দেশে মাছের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
পরবর্তী নিবন্ধপটিয়া-কর্ণফুলীতে মৎস্য খাতে পুরস্কার পেলেন ৫ জন