জাতীয় মাছ ইলিশ কয়!
পাতে যদিও নাইবা রয়।
দাম যার আকাশ চূড়ায়,
ঘ্রাণেও না রসনা জুড়ায়।
মৌসুমে মাছ আসে যায়,
বর্ণনা পত্রিকার পাতায়।
ইলিশের স্বাদ কে যে পায়!
এত দামে কয় জনে খায়।
ইলিশ ভক্ত জাতীয় জন,
খবর পেয়ে জুড়ায় মন।
হোটেলেতে খেতে যায়,
ইলিশের ঝোল চায়।
মাছ নেয়ার মুরোদ নাই,
জাতীয় মাছ ইলিশ ভাই।
নাম বদলের আছে যোগ!
জাতীয় মাছ এবার রুই হোক।
ভাল মান দাম সহনীয় –
টেবিলে গেলেও দর্শনীয়।
ইলিশ যে ভাই অর্থকরী–
করতে যেওনা নজরদারী।