জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও ডিগ্রির ২ পরীক্ষা স্থগিত

| সোমবার , ২৪ জুন, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠাতব্য অনার্স চতুর্থ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুইটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানান। খবর বিডিনিউজের। তিনি বলেন, আজ ২৪ জুন অনুষ্ঠেয় ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের একটি পরীক্ষা এবং কাল ২৫ জুন অনুষ্ঠেয় ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আতাউর রহমান বলেন, স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে। এ ছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে সাবেক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ ৩ জুলাই