জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

| রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৫:০৫ পূর্বাহ্ণ

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া বিএনপির উদ্যোগে বাজালিয়া বাস ষ্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান ছিলেন দক্ষিন জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান মুজিব। প্রধান বক্তা ছিলেন দক্ষিন জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য লোকমান হাকিম মানিক। পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজী রফিকুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল হোসেন, ফরিদুল আলম ফরিদ, তসলিম উদ্দিন, হাফেজ আহমদ, মো. শফি, মোজাম্মেল হক, মো. ইলিয়াছ, মো. রাশেদ উদ্দিন, মো. এমরান, আব্বাস উদ্দিন, আবদুস সবুর, মো. ফোরকান, মাহাতাব উদ্দিন চৌধুরী, নিয়াজ উদ্দিন, মো. আনিস, মো. আরাফাত, ফরহাদ মো. করিম ও মো. এনাম।

লোহাগাড়া: লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সমাবেশ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

আমিরাবাদ ইউনিয়নের সুফিয়া আলিয়া মাদ্রাসা মাঠে ১, ২ ও ৩ নাম্বার ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী। আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান।মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু তাহের, নুরুল আবছার, সিরাজুল ইসলাম, নাজিম উদ্দিন, সরওয়ার আক্তার, ইমামু্‌ল আবেদিন চৌধুরী রিপন, নুরুল আলম জিকু, খোরশেদ আলম সিকদার, শহীদুল আলম, আলা উদ্দিন বাচ্চু, সৈয়দ হোসেন মেম্বার, মোবারক হোসেন বাবু, হাফেজ আহমদ ডিয়ার, দেলোয়ার হোসেন চৌধুরী, রফিক উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহিজনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।তিনি আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাকস্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলামামলা দেয়া হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবিলম্বে নির্বাচন দিয়ে স্বনির্ভর দেশ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইয়াকুব খান বাবু, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহেদ হোসেন, ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকতারুজ্জামান চৌধুরী রাশেদ, মো. আনোয়ার হোসেন, মো. শোয়েব, শাহ আলম, হানিফ, আলআমিন, হারুন, ফারুক, সুমন, আজাদ, কাউসার, আরিফ, শরীফ, রাসেল, ছাত্রদল নেতা জয়নাল আবেদীন বাবু, আবদুল কাদের আলভি, মো.জাবেদ, মো. আরমান, মো. নাজিম, মো. আলমগীর প্রমুখ। র‌্যালিটি মিয়াখান ব্রীজ হয়ে বাদামতলী মোড়, ইসহাকের মোড়, আলী স্টোর বিল্ডিং সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধহাসির কম দামে সবজি মেলা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে পুড়ল দুই ঘর