ঢাকায় অনুষ্ঠিত ৬ষ্ঠ হামিদুর রহমান শুটিং প্রতিযোগিতায় ১১তম জাতীয় শুটিং প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত চট্টগ্রাম রাইফেল ক্লাবের শুটারদের সম্মাননা প্রদান করা হয়। শ্যুটারদের হাতে ক্রেস্ট তুলে দেন রাইফেল ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী পরিষদের সহ–সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী সম্পাদক আবদুল মালেক, যুগ্ম সম্পাদক ও রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, কোষাধ্যক্ষ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, এম আর আজিম, নুরুদ্দীন সেলিম, হোসাইন আল ওসমান সহ অন্যান্যরা। চট্টগ্রাম রাইফেল ক্লাবের ক্ষুদে কৃতি শুটারদের মনোবল বৃদ্ধি এবং তাদেরকে উৎসাহ প্রদানের জন্য অনুষ্ঠানে চট্টগ্রাম রাইফেল ক্লাবের যুগ্ম সম্পাদক রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল তাৎক্ষণিক প্রত্যেক শুটারকে প্রাইজ মানি উপহার দেন। এ সময় সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এবং শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যবৃন্দ।