জাতীয় পার্টি আনোয়ারা উপজেলা কমিটি অনুমোদন

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

জাতীয় পার্টি আনোয়ারা উপজেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস ছাত্তার রনির সুপারিশে এ কমিটি অনুমোদন দেন জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্‌বায়ক নুরুচচছফা সরকার। গত ২৬ সেপ্টেম্বর অনুমদিত এ কমিটিতে সাবেক ছাত্রনেতা মো. সেলিমকে সভাপতি ও মোরশেদ আলম মেম্বারকে সহ সভাপতি আর মোহাম্মদ হারুনউর রশীদকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্‌বায়ক নুরুচ্ছসরকার বলেন, আনোয়ারায় জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার জন্য তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে আগামী ৩ বছর মেয়াদের জন্য ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা মুজিব বাঙালির ইন্তেকাল আজ জানাজা
পরবর্তী নিবন্ধডেঙ্গু টিকা তৈরিতে সহযোগিতা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী