জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শিক্ষা অফিসের এটিও সৈয়দা আমাতুল্লাহ আরজু। এর আগে তিনি বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছিলেন।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ফলাফল প্রকাশ করে। প্রাথমিক শিক্ষা বাছাই কমিটির মূল্যায়নে, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার পর জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করেন তিনি।
কর্ণফুলীতে দায়িত্ব নেয়ার স্বল্প সময়ের মধ্যেই তিনি শিক্ষা ব্যবস্থায় গুণগত উন্নয়নে দক্ষতা দেখিয়েছেন। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত, ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়গুলোকে শিশুবান্ধব পরিবেশে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী গড়তে তিনি নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন জুম সভায় দিকনির্দেশনা এবং নানা উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করেন। সরকারি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মান অর্জন করেন।
অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে আমাতুল্লাহ আরজু বলেন, ‘আমার লক্ষ্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যাতে করে শিশুরা যোগ্য, দক্ষ ও সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে। এই অর্জন আমাকে আরও পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে।’
জানা গেছে, ২০১৪ সালের ২৯ জানুয়ারি বান্দরবান সদর থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে চট্টগ্রামের বোয়ালখালীতে কর্মরত থেকে বর্তমানে কর্ণফুলীতে দায়িত্ব পালন করছেন।
সততা, পরিশ্রম ও পেশাগত নিষ্ঠার জন্য তিনি পূর্বেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন বলে জানিয়েছেন সহকর্মী শিক্ষক, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।