জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই যুবক আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের ওপর গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন, রাজেশ ও হৃদয়। এর মধ্যে রাজেশ আলকরণ দোভাষ কলোনির মৃত শ্যামল চৌধুরীর ছেলে ও হৃদয় একই এলাকার অমল দাশের ছেলে। গতকাল সন্ধ্যায় নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী আজাদীকে বলেন, নিউ মার্কেট মোড়ে স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে পুলিশ আটক করেছে।

পুলিশ সূত্র জানায়, গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট মোড়ে স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্র জনতা। একটি ভিডিওতে দেখা যায়, গত শুক্রবার কয়েকজন যুবক নিউ মার্কেট মোড়ের স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকার ওপরে গেরুয়া রঙের একটি পতাকা টাঙিয়ে দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিতর্ক সৃষ্টি হয়।

পূর্ববর্তী নিবন্ধরহমতগঞ্জে টেম্পো উল্টে কলেজ ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅবশেষে ফুটপাতের ওপর গড়ে ওঠা দোকানটি উচ্ছেদ