রাজশাহীতে অনুষ্ঠানরত জাতীয় নারী ক্রিকেট লিগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। গতকাল বুধবার অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম বিভাগ ২৮ রানে পরাজিত করে ঢাকা বিভাগকে। টসে জিতে ঢাকা বিভাগ প্রথমে ব্যাট করতে পাঠায় চট্টগ্রাম বিভাগকে। চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। দলের পক্ষে ওপেনার দিলারা আকতার সর্বোচ্চ ৫০,সাথী রানী ৪২, শারমিন আকতার ২৯, ফাতিমা আকতার ১৫ এবং আয়েশা আকতার ১৩ রান করেন। ঢাকা বিভাগ দলের সুমা রানী রায় ৩৪ রান দিয়ে ৪টি এবং নাহিদা আকতার ১৯ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। জবাবে ঢাকা বিভাগ ২০ ওভার খেলে ৫ উইকেট ১২৫ রান করতে সমর্থ হয়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে নাহিদা আকতারের ব্যাট থেকে। তিনি অপরাজিত ৪৪ রান করেন। এছাড়া শম্পা বিশ্বাস ৩৯, মুরশিদা ১১,আরবিন তানি ১১ এবং জান্নাতুল মাওয়া ১০ রান করেন। চট্টগ্রাম বিভাগের পক্ষে জয়া ২২ রান দিয়ে ২টি উইকেট পান। ১টি উইকেট লাভ করেন ফাহিমা। চট্টগ্রাম বিভাগের দিলারা আকতার ম্যাচ সেরা হন।