জাতীয় নাগরিক পার্টির গণমানুষের ইফতার

| শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামে আয়োজিত গণমানুষের ইফতার ২য় দিনের কর্মসূচি গতকাল আগ্রাবাদে অবস্থিত জাতি তাত্ত্বিক জাদুঘর সংলগ্ন রোডে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানেও ছিলেন তিনি।

ফজলে রাব্বী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ খান, মোঃ একরাম, আব্দুল্লাহ আল নোমান, মোঃ ওয়াহাব মির্জা, ওমর ফারুক, মহিউদ্দিন নোমান, মোঃ শহিদুল ইসলাম সজিব,শফিউল আকবর, মহিউদ্দিন তাইফুর, মোঃ জিশান, মোঃ রাতুল এবং বিভিন্ন থানার প্রতিনিধিগণ। গণমানুষের ইফতার প্রোগ্রামে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত করায় উক্ত অনুষ্ঠান সফল এবং সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ২ ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে টিসিবির পণ্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ