জাতীয় দলে ডাক পেলেন দুই সহোদর গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৯:৪৫ পূর্বাহ্ণ

গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন সাদ উদ্দিন ও তাজ উদ্দিন। জাতীয় দলে দুই ভাইয়ের ডাক পাওয়াটা দেশের ফুটবলে নতুন কোনো ঘটনা ছিল না। তবে একসঙ্গে দুই গোলরক্ষক সহোদরের জাতীয় দলে ডাক পাওয়ার ঘটনা বিরল। শনিবার ক্যাবরেরা ভুটান সফরের জন্য প্রাথমিকভাবে যে ১৪ ফুটবলার ডেকেছেন, সেই তালিকার দুই গোলরক্ষক মো. সুজন হোসেন ও পাপ্পু হোসেন আপন ভাই। গেলো মৌসুমে মোহামেডানের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন গোলরক্ষক সুজন হোসেন। এবারও তিনি আছেন সেই দলে। আর পাপ্পু হোসেন নাম লিখিয়েছেন ব্রাদার্স ইউনিয়নে। দুইজনই আগে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছিলেন। তবে একজনেরও খেলা হয়নি লালসবুজ জার্সিতে। জাতীয় দলের অভিষেকের স্বপ্ন নিয়ে আবার ক্যাবরেরার ক্যাম্পে সুজন ও পাপ্পু। পাপ্পুর বয়স ২৫ বছর। তার আড়াই বছরের বড় সুজন। তাদের মামা সোহেল রানা জাতীয় দলের পরিচিত মুখ। বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার এবারও ডাক পাবেন নিশ্চিত।

পাপ্পু বলেন, ‘আমাদের দীর্ঘদিনের স্বপ্ন একসঙ্গে মামাভাগ্নে জাতীয় দলে খেলবো। কয়েকবার সেই স্বপ্ন পূরণের কাছাকাছি গিয়েছি আমরা দুই ভাই। কিন্তু এখনো পূরণ হয়নি। দেখা যাক এবার কী হয়!’ যে ১৪ ফুটবলার নিয়ে সোমবার ক্যাম্প শুরু করতে যাচ্ছেন ক্যাবরেরা, তারা হলেনগোলরক্ষক মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন। ডিফেন্ডার মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, মিডফিল্ডার মোহাম্মদ রিদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ, ফরোয়ার্ড শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিল দলে ডাক পেলেন ১৭ বছরের এস্তেভাও
পরবর্তী নিবন্ধক্রিকেটকে বিদায় বলে দিলেন শিখর ধাওয়ান