৬৩৮ মিনিট ব্যাটিং করে ৪৫৫ বল খেলে ২১৩ রান– জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে অমিত হাসানের পারফরম্যান্স। এবারের আসরের প্রথম ডাবল সেঞ্চুরিতে বেশ সাড়া ফেলে দিয়েছেন সিলেট বিভাগের অধিনায়ক। চলতি লিগে তার ব্যাটিং গড় এখন ৭৭.৬৬। লাল বলের ক্রিকেট দারুণ পারফর্ম করেছেন তিনি আগেও। তবে বাংলাদেশ টেস্ট দলে নেওয়ার ক্ষেত্রে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না জাতীয় নির্বাচক হান্নান সরকার। টেস্ট দলে তার ডাক পাওয়ার একটা সম্ভাবনা তার তৈরি হয়েছিল সমপ্রতি। কুঁচকির চোটে নাজমুল হোসেন শান্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়ায় বদলি একজনকে নিতে হতো। শেষ পর্যন্ত অমিত নন, সুযোগটি পান শাহাদাত হোসেন। জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে সেঞ্চুরি করার পর চার টেস্ট খেলা ব্যাটসম্যানের ফেরার দুয়ার খুলে যায়। তবে এবারের লিগের পারফরম্যান্সে শাহাদাতের চেয়ে অনেক এগিয়ে অমিত। রান করেছেন দ্বিগুনের বেশি। সেঞ্চুরির আগে প্রথম তিন রাউন্ডে তিন ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন শাহাদাত। বাকি দুই ইনিংসে রান ছিল ১১ ও ৩১। অমিত সেখানে প্রথম তিন রাউন্ডেও রান করেছেন। বড় ইনিংস খেলতে না পারলেও ফিফটি ছিল দুটি। চতুর্থ রাউন্ডে ডাবল সেঞ্চুরির পর তো ৪৬৬ রান নিয়ে রান সংগ্রহের তালিকায় সবার ওপরে উঠে গেছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। শান্তর বদলে সুযোগটি শাহাদাত কেন পেলেন, অমিত কেন নয়। মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের উত্তর দিলেন নির্বাচক হান্নান। অমিত আরও শাণিত করে জাতীয় দলে আনতে চান তারা। এই ধরনের ক্রিকেটার যারা নিয়মিত পারফর্ম করছে, তাদের কঠিন একটা মঞ্চে নিয়ে বিপদে ফেলার চেয়ে আরও কীভাবে আমরা আন্তর্জাতিক মানের ক্রিকেটার বানিয়ে নিতে পারি, সেদিকে নজর দিতে হবে। ‘অমিত এমন একজন ক্রিকেটার, যে নিয়মিত রান করছে। তাকে আমরা প্রক্রিয়ার মধ্যে রেখেছি, প্রস্তুত করছি। আমি বিশ্বাস করি, একজন ক্রিকেটারকে সুযোগ দিলে তাকে যেন যথেষ্ট সুযোগ দেওয়া হয়। আর সেই সুযোগ দেওয়ার আগে তাকে পরিপক্ব বা যথাযথ তৈরি করে নিয়ে যাওয়াটা তার জন্য যেমন ভালো, আমাদের জন্যও ভালো।’ ‘একজন ক্রিকেটারকে অভিষেক করানোর ক্ষেত্রে কোন কন্ডিশনে, কোথায় করালে ভালো হয়, এগুলো কিন্তু বড় ব্যাপার। অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। অমিত আমাদের কাছাকাছি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এমন না যে, অমিত শুধু এই বছর রান করেছে। সে প্রতি বছরই রান করছে এবং (জাতীয় দলের) খুব কাছাকাছি রয়েছে।’