বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ২১তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা গত ২৬ হতে ২৮ ডিসেম্বর ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়াম হলে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা তায়কোয়ানডো দল মহিলা জুনিয়র বিভাগে দলীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন লাবিবা মরিয়ম ওহি ও রাজিকা পাল। চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফরিদা খানম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রাম মো. সাদি উর রহিম জাদিদ চট্টগ্রাম জেলা তায়কোয়ানডো দলকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন সিজেকেএস তায়কোয়ানডো কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান।