জাতীয় জন্ম ও মৃত্যু দিবস ২০২৩ উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি’- এই প্রতিপাদ্যে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।
এসময় তিনি বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা ভূমি দখল, চাকরির বয়স বৃদ্ধিসহ নানা স্বার্থে জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতির চেষ্টা করে। এ ধরনের জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ তাই এধরনের যে কোন অপচেষ্টা প্রতিহত করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলার নবাগত সহকারী কমিশনার ভূমি নাজমুন লায়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু সহ আরো অনেকে।