জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি আজ সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে। হিজরি ১৪৪৫ সালের রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে সেখানে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান সন্ধ্যা সাড়ে ৬টায় ওই সভায় সভাপতিত্ব করবেন বলে গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।

আজ সোমবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে আগামীকাল মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। মুসলমানরা আজ রাতে তারাবি নামাজ পড়ে রাতেই সেহরি খেয়ে রোজা রাখবেন। আর আজ চাঁদ দেখা না গেলে মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে বুধবার থেকে এবং মঙ্গলবার রাতে হবে প্রথম তারাবি। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে। গতকাল রোববার সেখানে চাঁদ দেখা গেছে এবং আজ থেকে রোজা শুরু হবে।

আজ সোমবার বাংলাদেশের আকাশে কোথাও নতুন চাঁদ দেখা গেলে তা ০২২২৩৩৮১৭২৫, ০২৪১০৫০৯১২, ০২৪১০৫০৯১৬, ০২৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে বা ০২২২৩৩৮৩৩৯৭ ও ০২৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া সংশ্লিষ্ট জেলার ডিসি অথবা উপজেলা নির্বাহী অফিসারকে চাঁদ দেখার তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নে বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে এসেছে : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধকোস্ট গার্ড হবে ত্রিমাত্রিক বাহিনী : প্রধানমন্ত্রী