জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের অধিনায়কত্ব পেয়ে প্রথম তিন রাউন্ডে পুরোপুরি ব্যর্থ হন শাহাদাত হোসেন। তবে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেন তরুণ ব্যাটসম্যান। তার সঙ্গে জুটি গড়ে পঞ্চাশছোঁয়া ইনিংস খেললেন ইয়াসির আলি চৌধুরি। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ৩ উইকেটে ২০২ রান। এর আগে ৩১৮ রানে গুটিয়ে যায় বরিশাল। চট্টগ্রাম এখনও ১১৬ রানে পিছিয়ে। বাকি থাকা ৩ উইকেট নিয়ে রোববার আরও ৮২ রান করে বরিশাল। এর বড় কারিগর মইন খান ও তানভির ইসলাম। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৫৪ বলে ৭৭ রানের ইনিংস খেলেন মইন। দশ নম্বরে নেমে ৩৭ বলে ৪০ রান করেন অধিনায়ক তানভির। চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নেন আশরাফুল হাসান। এছাড়া এনামুল ৩টি,নাঈম ২টি এবং শামীম ১টি উইকেট লাভ করেন।
পরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের শুরুটা তেমন ভালো হয়নি। ৬১ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ফেলে তারা।
চতুর্থ উইকেটে হাল ধরেন শাহাদাত ও ইয়াসির। অবিচ্ছিন্ন জুটিতে এখন পর্যন্ত ১৪১ রান যোগ করেছেন তারা দুজন। আগের পাঁচ ম্যাচের তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়া শাহাদাত ১৩৯ বলে ৬৪ রানে অপরাজিত। ৫ চারের সঙ্গে ৪ ছক্কায় ১০৬ বলে ইয়াসির খেলছেন ৮১ রানে। এর আগে পারভেজ ১৫, সাদ্দাম ৮, সাজ্জাদুল ২৩ রান করেন।