জাতীয় ক্রিকেট লিগে বোলারদের সম্মিলিত চেষ্টায় চট্টগ্রামকে দুইশ রানও করতে দিল না সিলেট। কিন্তু তাদের ব্যাটাররা পারলেন না নিজেদের মেলে ধরতে। বেশ কয়েকটি উইকেট হারিয়ে দিন শেষে তাই স্বস্তিতে নেই সিলেটও। সিলেট একাডেমি মাঠে চট্টগ্রামকে ১৯৮ রানে গুটিয়ে ব্যাটিং করছে সিলেট। ৫ উইকেটে ১১৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে তারা। এখনও পিছিয়ে আছে ৮৪ রানে। টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম পঞ্চম ওভারেই হারায় সাদ্দাম হোসেনকে। পারভেজ হোসেন ও সাজ্জাদুল হকের ৪০ রানের জুটিতে সেই ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠে দলটি। পরপর দুই বলে পারভেজ (১ ছক্কা ও ৫ চারে ৩৪) ও শাহাদাত হোসেনকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রেজাউর রহমান রাজা। সাজ্জাদুলকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন ইয়াসির আলি চৌধুরি। ৫ চারে ৩৩ রান করে বিদায় নেন সাজ্জাদুল। কিছুক্ষণ পর ভেঙে পরে চট্টগ্রামের ইনিংস। ৪৪ রানে শেষ ৬ উইকেট হারায় তারা। তাদের ইনিংসে একমাত্র ফিফটি করেন ইয়াসির। ৩ ছক্কা ও ৯ চারে ৭৩ রান করেন তিনি। সিলেটের হয়ে তিনটি করে উইকেট নেন তোফায়েল আহমেদ ও রেজাউর। দুটি প্রাপ্তি আবু জায়েদের। সিলেটের শুরুটা ভালো হয়নি। ২২ রানে তৌফিক খান ও জাকির হাসানকে হারিয়ে চাপে পড়া দলকে কিছুক্ষণ টানেন পিনাক ঘোষ ও আমিত হাসান। ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি তারা দুইজন। আসাদুল্লাহ আল গালিব (১৭ অপ.)ও নাসুম আহমেদের (২১ অপ.) জুটিতে দিনের বাকি সময় কাটিয়ে দেয় সিলেট। চট্টগ্রামের পক্ষে ইফরান ২৭ রানে ২টি,ফাহাদ ২৯ রানে ১টি এবং আশরাফুল ১৮ রানে ১টি উইকেট লাভ করেন।