জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামকে গুঁড়িয়ে রংপুরের বড় লিড

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের বৃষ্টিবিঘ্নিত ম্যাচের তৃতীয় দিনে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ২৭৩ রান করা রংপুর পেয়েছে ১৭০ রানের লিড। তাদের সামনে এখন চট্টগ্রামকে ফলোঅন করানোর সুযোগ। ১ উইকেটে ৬৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে রংপুর। সোমবার বাঁহাতি ওপেনার খালিদ হাসান খেলেন ৬০ রানের ইনিংস। হতাশ করেন নাঈম ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তানবীর হায়দাররা। সাত নম্বরে নেমে ৫৫ রানে অপরাজিত থাকেন মিম মোসাদ্দেক।

অষ্টম উইকেটে রবিউল হককে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন তিনি। রবিউলের ব্যাট থেকে আসে ৩৫ রান। চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নেন ফাহাদ হোসেন। পরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের কেউই টিকতে পারেননি। সর্বোচ্চ ৩৪ রান করেন সাদ্দাম হোসেন। ইয়াসির আলি চৌধুরি, শাহাদাত হোসেনরা হতাশ করেন। রংপুরের পক্ষে দুইটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, মামুন, রিশাদ হোসেন ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরবেন এবাদত
পরবর্তী নিবন্ধপাকিস্তান ম্যাচের ভুল ভারতের বিপক্ষে করতে চান না মনিকা চাকমা