জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতল কিশোরগঞ্জ জেলা

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কিশোরগঞ্জ জেলা দল। কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তিন দিনের ফাইনালে কিশোরগঞ্জ জেলা দল ১৮৪ রানে কুমিল্লা জেলা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। কিশোরগঞ্জ জেলা দল প্রথম ইনিংসে ২৪৪ রান সংগ্রহ করেছিল। জবাবে প্রথম ইনিংসে মাত্র ৮২ রানে অল আউট হয়ে যায় কুমিল্লা জেলা দল। দ্বিতীয় ইনিংসে কিশোরগঞ্জ জেলা দল ১৭৪ রান সংগ্রহ করলে কুমিল্লার সামনে লক্ষ্য দাড়ায় ৩৩৭ রানের। বিশাল সে লক্ষ্য তাড়া করতে নেমে কিশোরগঞ্জের বোলার শরীফুল ইসলামের মারাত্নক বোলিং এর সামনে পড়ে ১৫২ রানে অল আউট হয়ে যায় কুমিল্লা। ফলে ১৮৪ রানের বিশাল জয়ের পাশাপাশি শিরোপাও জিতে নেয় কিশোরগঞ্জ। জবাবে ব্যাট করতে নামা কুমিল্লার ওপেনার পরান এবং রুবেল মিয়া হাফ সেঞ্চুরি করলেও অণ্যদের ব্যর্থতায় এতবড় লক্ষ্য পুরন করা সম্ভব হয়নি। পরান এবং রুবেল মিয়া দুজনই করেছেন ৫১ রান করে। পরান ৪৬ বলের ইনিংসে ৫টি চার এবং ২টি ছক্কা মেরেছেন। আর রুবেল মিয়া ৫২ বরের ইনিংসটিতে ৬টি চার এবং একটি ছক্কা মেরেছেন। অণ্যদের মধ্যে আবু বক্কর ১৭, সাইফুল ইসলাম ১৪ এবং নাহিদ হাসান করেন ১০ রান। ছয়জন ব্যাটার যেতে পারেননি দুই অংকের ঘরে। কিশোরগঞ্জ জেলা দলের পক্ষে শরীফুল ইসলাম ৫১ রানে নিয়েছেন ৬ উইকেট। ২৮ রানে ৩ুট উইকেট নিয়েছেন তৌফিক আহমেদ। প্রথম ইনিংসে এক উইকেট নিয়েছিলেন শরীফুল। দুই ইনিংস মিলে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ দলের শরীফুল ইসলাম। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেল পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। এসময় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীণ নান্নু উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভারতের অরুণাচলে নিরাপদে পৌঁছেছে বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধব্যাটিং ব্যর্থতায় পরাজয়ে শুরু টাইগার নারীদের