চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সংগ্রামী জননেতা আলহাজ্ব এরশাদ উল্লাহ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকল শ্রেণি পেশার মানুষকে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এধরণের মানবিক কাজের জন্য দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন মধ্যে সৌহার্দ্য ও রাজনৈতিক সমপ্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য ইফতারের বিশেষ আয়োজন করা হয়। গতকাল চট্টগ্রাম নগরীর ৩৫নং বঙিরহাট ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন–কোতোয়ালী থানা যুবদলের সাবেক আহ্বায়ক নুর হোসেন নুরুর পক্ষ থেকে দুঃস্থ অসহায় এবং দলের ক্রান্তিকাল দুঃসময়ের বিগত দিনে কারা নির্যাতিত ও মামলা মোকর্দ্দমায় নেতৃবৃন্দ–কর্মী সমর্থকদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ এ কথা বলেন। কোতোয়ালী থানা যুবদলের সাবেক আহ্বায়ক নুর হোসেন নুরুর সভাপতিত্বে যুবদল নেতা মিনহাজ উদ্দিন রনি ও ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তর) শওকত আজম খাজা, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমদ। এসময় আরও উপস্থিত কোতোয়ালি থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ফরিদ উদ্দিন, সহ সভাপতি ইউসুফ খান, নগর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মজীব, সহ সভাপতি আবদুর সাত্তার, সহ সভাপতি রফিকুল আলম, নাসির উদ্দিন, ছাত্রদল নেতা এডভোকেট আনু কাইছার আকাশ, ৩৫নং বঙিরহাট সেচ্ছাসেবকদলের আহবায়ক জুয়েল রানা কালু, ছাত্রদলের সদস্য সচিব এইচ মুনছুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।