তারুণ্যের উৎসব–২০২৫ জাতীয় ইয়ুথ দাবা টুর্নামেন্টের ১২ ক্যাটাগরি মধ্যে ১১টিতে অংশগ্রহন করে চট্টগ্রাম বিভাগীয় দাবা দল। এর মধ্যে ৫টি বিভাগে তারা পুরস্কার লাভ করে। এছাড়া ১টি বিশেষ পুরস্কারও পায় তারা। চট্টগ্রাম বিভাগীয় দাবা দল ওপেন বিভাগে অনূর্ধ্ব–৮ ও অনূর্ধ্ব–১৮ ইভেন্টে রানার্স আপ, অনূর্ধ্ব–১৬ বিভাগে তৃতীয় এবং বালিকা অনূর্ধ্ব–১৮ ও অনূর্ধ্ব–১৪ বিভাগে তৃতীয় স্থান অর্জন করে। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৯–১৩ ফেফ্রয়ারি ৫দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ওপেন অনূর্ধ্ব–৮ বিভাগে আইলান তাজওয়ার অপরাজিত থেকে ৫ খেলায় সর্বোচ্চ ৪.৫ পয়েন্ট পেলেও টাইব্রেকে পিছিয়ে থাকায় রানার্স আপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ওপেন অনূর্ধ্ব–১৮ বিভাগ মোহাম্মদ শাকের উল্লাহ ৭ খেলায় ৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ, ওপেন অনূর্ধ্ব–১৬ বিভাগের আয়াজ আব্দুল্লা খাজির ৭ খেলায় ৫ পয়েন্ট নিয়ে ৩য়, বালিকা অনূর্ধ্ব– ১৮ তে উন্মিয়া বিনতে ইউছুপ লুবাবা ৬ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ৩য়, বালিকা অনূর্ধ্ব–১৪ জায়দাদ রহমান রোযা ৭ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ৩য় স্থান ও আনুষ্কা দত্ত ৭ খেলায় ৩.৫ পেয়ে ৫ম স্থানের পুরস্কার লাভ করে। ৫দিনব্যাপী তারুণ্যের উৎসব জাতীয় ইয়ুথ দাবা টুর্নামেন্ট ঢাকায় বাংলাদেশ দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হয়।