দেশের সর্ববৃহৎ জীবপ্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ‘জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং তৃতীয় স্থান অধিকার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ।
গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (এঘঙইই)-এর আয়োজনে এবং নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস বাংলাদেশ (ঘণইই)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার দ্বিতীয় আসর। এবারের আয়োজনে দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৩২০টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী গ্যালারিতে।
চূড়ান্ত পর্বের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এরিস্টো ফার্মার বায়োটেকনোলজি বিভাগের জেনারেল ম্যানেজার ড. আবদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মানজুরুল করিম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল ইসলাম ও আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. এনায়েত হোসেন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এনওয়াইবিবি–এর সহ–সভাপতি রাগিব মুত্তাকি ও চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। কুইজ মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হামিদ হোসেন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ মফিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (এঘঙইই)-এর সভাপতি ও ইউজিসি অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ। রক্তদান ব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিষ্ঠান ‘ব্লাডব্রিজ‘ আয়োজনে পৃষ্ঠপোষকতা প্রদান করে। এ আয়োজন দেশের জীবপ্রযুক্তি শিক্ষার প্রসার, গবেষণায় আগ্রহ সৃষ্টি ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।