বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় অনুর্ধ–১৮ নারী টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শুভ সুচনা করেছে চট্টগ্রাম বিভাগীয় দল। গতকাল বুধবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম বিভাগীয় দল ১০৬ রানের বিশাল ব্যবধানে বরিশাল বিভাগকে পরাজিত করে শুভ সুচনা করার পাশাপাশি চট্টগ্রাম পেলো গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট। টস হেরে প্রথমে ব্যাট করে দারুণ এক সূচনা এনে দেন চট্টগ্রামের দুই ওপেনার ইশা ও তন্নী। সপ্তম ওভারের শেষ বলে দলীয় ৬৭ রানে ইশা ২৭ রানে আউট হয়ে গেলেও অপর প্রান্তে তন্নী ছিলেন অবিচল। দ্বিতীয় উইকেট জুটিতে লেকি চাকমাকে নিয়ে শেষ করেন পুরো ২০ ওভার। তন্নী করেন ৫০ বলে ৫৫ রান। আর লেকির ব্যাট থেকে আসে ৪২ বলে হার না মানা ৫৯ রান। চট্টগ্রামের রান গিয়ে দাঁড়ায় ১ উইকেটে ১৬৪। ১৬৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান করতে সক্ষম হয়। খেলায় সর্বাধিক রান সংগ্রহকারী চট্টগ্রাম বিভাগের লেকি চাকমা হন প্লেয়ার অব দ্যা ম্যাচ।