জাতীয় অনূর্ধ্ব–১৭ বালক–বালিকা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির নেতৃবৃন্দ। আগামী শুক্রবার চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে জেলা পর্যায়ের এ ফুটবল টুর্নামেন্টে পটিয়া উপজেলা থেকে বালক–বালিকা দুটি পৃথক টিম অংশগ্রহণ করবে। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ দুটি টিমের নিয়মিত অনুশীলন ক্যাম্প চলছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ অনুশীলন ক্যাম্প পরিদর্শন করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি ফারহানুর রহমান, ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাহাব উদ্দিন, সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক মিশকাত আহমদ, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক শফিউল আজম, মোহাম্মদ মারুফ, সাবেক কৃতী ফুটবলার ও কোচ বাদশা মিয়া, তৌহিদ বাবুল, মোহাম্মদ জিয়াউল হক, মো. শাহনুর, নুরুল আলম। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, জীবনে প্রথম দ্বিতীয় ও তৃতীয় অনেকবার হওয়া যায়। কিন্তু শৃঙ্খলা দায়িত্ববোধ ও কৃতিত্বের স্বাক্ষর এ পটিয়ার জন্য একটি সম্মান বয়ে আনবে। পটিয়ার গন্ডি পেরিয়ে চট্টগ্রাম বিভাগ ও জাতীয় পর্যায়ে তোমরা কৃতিত্বের স্বাক্ষর রাখতে কঠোর অনুশীলন করতে হবে।