জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট পটিয়ায় ক্রীড়া সংস্থার ক্যাম্প শুরু

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৯:২০ পূর্বাহ্ণ

জাতীয় অনূর্ধ্ব১৭ বালকবালিকা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির নেতৃবৃন্দ। আগামী শুক্রবার চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে জেলা পর্যায়ের এ ফুটবল টুর্নামেন্টে পটিয়া উপজেলা থেকে বালকবালিকা দুটি পৃথক টিম অংশগ্রহণ করবে। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ দুটি টিমের নিয়মিত অনুশীলন ক্যাম্প চলছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ অনুশীলন ক্যাম্প পরিদর্শন করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি ফারহানুর রহমান, ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাহাব উদ্দিন, সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক মিশকাত আহমদ, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক শফিউল আজম, মোহাম্মদ মারুফ, সাবেক কৃতী ফুটবলার ও কোচ বাদশা মিয়া, তৌহিদ বাবুল, মোহাম্মদ জিয়াউল হক, মো. শাহনুর, নুরুল আলম। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, জীবনে প্রথম দ্বিতীয় ও তৃতীয় অনেকবার হওয়া যায়। কিন্তু শৃঙ্খলা দায়িত্ববোধ ও কৃতিত্বের স্বাক্ষর এ পটিয়ার জন্য একটি সম্মান বয়ে আনবে। পটিয়ার গন্ডি পেরিয়ে চট্টগ্রাম বিভাগ ও জাতীয় পর্যায়ে তোমরা কৃতিত্বের স্বাক্ষর রাখতে কঠোর অনুশীলন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন সাংবাদিক নুরুল আমিন মিন্টু
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় ফুটবল টুর্নামেন্টে সালাহউদ্দীন কাদের চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন