১ মহরম সাধারণ ছুটির দাবিতে জাতীয়ভাবে হিজরি বর্ষ উদযাপনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে গত ৬ জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ এস রহমান হলে সংবাদ সম্মেলন করে হিজরি নববর্ষ উদযাপন পরিষদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানে নাছির উদ্দীন মাহমুদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবদুর রহিম, কো–চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, কে–চেয়ারম্যান আলী হোসাইন, ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ মোহাম্মদ আবু আজম, যুগ্ম মহাসচিব এম মহিউল আলম চৌধুরী, মুহাম্মদ ইব্রাহিম খলিল, নুর রায়হান চৌধুরী। এসময় হিজরি নববর্ষ উদযাপনের যৌক্তিকতা দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়। লিখিত বক্তব্যে জানানো হয় – ১ মহররমকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করতে হবে। এই দিনটি জাতীয় ছুটি হলে জনগণ ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় হিজরি নববর্ষ উদযাপন করতে পারবে এবং তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।