নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, জাতীয়তাবাদী শক্তি দেশের পক্ষের শক্তি, দেশের জনগণের পক্ষে কথা বলে, দেশের জনগণের শক্তির উপর নির্ভর করে, দেশের মানুষ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ এই শক্তিকে উপেক্ষা করে বা বাদ দিয়ে জুলাই স্বাধীনতা রক্ষা করা যাবে না। মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে আমাদের স্বাধীনতা গণতন্ত্র সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন অডিটোরিয়ামে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ১৮ ফেব্রুয়ারি তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সভাপতিত্ব করেন মহানগর তাঁতীদলের আহ্বায়ক সেলিম হাফেজ। সভা পরিচালনা করেন তাঁতী দলের সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ।
প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্মআহ্বায়ক মোহাম্মদ সিদ্দিক ও নগর বিএনপির যুগ্মআহ্বায়ক শওকত আজম খাজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন, নূর হোসেন রমজান, আইয়ুব খান, আবুল কাশেম, আব্দুল মালেক, মোহাম্মদ জাহেদ আনসারি, মোহাম্মদ জসিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।