বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান গত ২৭ অক্টোবর লিখিত বিবৃতিতে ৩১ জন বিশিষ্ট চট্টগ্রাম উত্তর–দক্ষিণ মহানগর সমন্বয়ে বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির অনুমোদন দেন। এতে বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিনকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজল বারিকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এতে সহ সভাপতি পদে মো. আবুল মনসুর, মো. সামসুদ্দিন, ফজল আহম্মেদ, খলিল উল্লাহকে মোননীত করা হয়। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে মো. হোসেন ও মাহবুবুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে মহরম আলী, প্রচার সম্পাদক পদে রফিকুল আলম ও অর্থ সম্পাদক পদে মো. ইউনুছকে মোননীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।