বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা কমিটির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বিপ্লব উদ্যান বেদীতে গত ২ ডিসেম্বর শ্রদ্ধাঞ্জলি ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির আহবায়ক মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের দুই নম্বর গেট থেকে পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে ঝাঁপিয়ে পরেন। রাশেদ ইবনে ফরিদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গিয়াস উদ্দীন, মোজাম্মেল হোসেন, আবুল হোসেন, নজির মিয়া, আরিফুজ্জামান, মো. মোশাররফ হোসেন, মো, বেলাল মিয়া, মো. সালাহ উদ্দিন, নূরুদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, জসিম উদ্দিন সাগর, সেলিম উদ্দিন সেলিম, হামিদুল হক চৌধুরী, ওসমান গণি, মোহাম্মদ আলমগীর, সাদেক আহমেদ, সোহাগ খান, সাইফুল ইসলাম, মন্জুর আলম, নিজাম উদ্দিন খোকন, মোহাম্মদ শাহাজাহান, জাহাঙ্গীর আলম, শাহাদাত হোসেন রাজীব, আকতার হোসেন বাবুল, আনোয়ার হোসেন, সাব্বির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।