রাঙ্গুনিয়া স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক পরিষদের আয়োজনে নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে জরুরি মতবিনিময় সভা তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার হলরুমে গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ সোলাইমান আলকাদেরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। সংগঠনের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া আল কাদেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুহাম্মদ নঈম উদ্দিন খান।বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আ.ন.ম নাজমুল হক নঈমী, উপদেষ্টা মুহাম্মদ নুরুন্নবী আল কাদেরী, সহ সভাপতি মুহাম্মদ ইসহাক মজিদি, মুহাম্মদ ছরোয়ার উদ্দিন আল কাদেরী, আবদুল জব্বার প্রমুখ। সভায় সংগঠনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। রাঙ্গুনিয়া স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের অনুদানের মাধ্যমে রাঙ্গুনিয়ায় ৩৯টি বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সরকারের জাতীয়করণের আশ্বাসে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেখানে ২ শতাধিক শিক্ষক–কর্মচারী ১০ হাজারের অধিক শিক্ষার্থীদের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করে যাচ্ছেন। তাদের জাতীয়করণের দাবিতে দেশের অন্যান্য শিক্ষকদের সাথে গেল ১৭ বছর ধরে আন্দোলন করে যাচ্ছেন। সর্বশেষ অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার ঘোষণা দেয়া হয়। অচিরেই নেতৃবৃন্দ জাতীয়করণের আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানান । প্রেস বিজ্ঞপ্তি।